ডেনিস রিচি (Dennis Ritchie)
ডেনিস রিচি (সেপ্টেম্বর ৯, ১৯৪১ - ১২ অক্টোবর, ২০১১) একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। তিনি সি প্রোগ্রামিং ভাষা এবং দীর্ঘদিনের সহকর্মী কেন থম্পসনের সাথে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন। রিচি এবং থম্পসন ১৯৮৩ সালে ACM থেকে টুরিং অ্যাওয়ার্ড পান।
0 comments:
Post a Comment