সিপিইউ এর কাজ কি?
সিপিইউ (CPU)-এর কাজসমূহ নিম্নে দেয়া হলো:
- কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে এবং গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে।
- ডেটার আদান-প্রদানের মাধ্যমে মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে সমন্বয় সাধন করে।
- মেমোরি থেকে Data ও Instruction নিয়ে ডিকোড করে এবং ইনস্ট্রাকশন অনুসারে সেই কাজ সম্পন্ন করে। CPU যেভাবে কাজ করে: কম্পিউটারের ইনপুট ডিভাইসসমূহ ডেটা গ্রহণ করে, সিপিইউতে পাঠায়, সিপিইউ সেই ডেটার । ভিত্তিতে প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রস্তুত করে আউটপুট ডিভাইসসমূহে পাঠায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন