কম্পিউটার সিস্টেম কি
কম্পিউটার সিস্টেম: কম্পিউটারের পরস্পর সম্পর্কযুক্ত একাধিক অংশ (Part) সম্মিলিতভাবে একটি উদ্দেশ্য সাধনে কাজ করলে তাকে কম্পিউটার সিস্টেম বলে।
কম্পিউটার সিস্টেমের বৈশিষ্ট্য:
- একাধিক অংশ (Part) থাকবে যেখানে একটি অংশের সাথে অপর একটি অংশের লজিক্যাল রিলেশন থাকবে।
- কম্পিউটার সিস্টেমের অংশগুলো এমনভাবে কন্ট্রোল করা হবে যাতে সিস্টেমের উদ্দেশ্য সাধিত হয়।
গঠন: কতগুলো ইন্টিগ্রেড উপাদান (যেমন: মেমােরি, সিপিইউ ইত্যাদি) নিয়ে গঠিত।
কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ/উপাদান: দুইটি। যথা: (ক) হার্ডওয়্যার (Hardware) ও (খ) সফটওয়্যার (Software)।
বি:দ্র: হার্ডওয়্যার ও সফটওয়্যারকে একত্রে কম্পিউটারের অঙ্গসংগঠন বলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন