অক্ষ কাকে বলে?
অক্ষ (axis): অক্ষ হচ্ছে কোনো বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি কল্পিত সরলরেখা, যার উপর বা যাকে ঘিরে বস্তুটি ঘোরে। যেমন, পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর একটি সরলরেখা কল্পনা করা হয়, যাকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরো। একে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা বলে । পৃথিবী তার অক্ষে সম্পূর্ণরূপে একবার ঘুরতে ২৪ ঘণ্টা সময় নেয়। | যে রেখা কোনো সুষম বস্তু অথবা চিত্রকে দুটি প্রতিসম অংশে বিভক্ত করে তাকে অক্ষ বলে। যেমন, বৃত্তের ব্যাস । গণিতে কোনো তথ্যের লেখচিত্র আঁকতে গেলে একটি অনুভূমিক ও একটি উল্লম্ব রেখা এমনভাবে আঁকতে হয় যেন তারা পরস্পরকে ছেদ করে । এই রেখা দু’টিকে অক্ষ বলে। এই অক্ষ দু'টি যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু বলে।
0 comments:
Post a Comment