এডোবি ইলাস্ট্রেটর এ টাইটেল বার কোনটি?
Title Bar (টাইটেল বার): আমরা জানি Title শব্দের বাংলা অর্থ হলো উপাধি । এজন্য যে কোন Package Program (প্যাকেজ প্রোগ্রাম) এর উপাধি অর্থাৎ নাম যে বারের মধ্যে দেওয়া থাকে সেটিই হলো Title Bar (টাইটেল বার) । সহজ ভাষায় বলা যায় যে, Window এর শীর্ষদেশকে বলে Title Bar (টাইটেল বার)। আর এডৌবি ইলাষ্ট্রাটর প্রোগ্রামের উপরোক্ত Window এর শীর্ষদেশে অর্থাৎ উপরে লেখা থাকে Adobe Illustrator । এই কথাটি যে Bar (বার) এর মধ্যে লেখা থাকে সেটিই মূলত Title Bar (টাইটেল বার)।
0 comments:
Post a Comment