এডোবি ইলাস্ট্রেটর এ স্ক্রাচ এরিয়া কি?
Scratch area (স্ক্র্যাচ এরিয়া): এডোবি ইলাস্ট্রেটর এ পৃষ্ঠার চার পার্শ্বে বিদ্যমান খালি যায়গার নাম Scratch Area (স্ক্র্যাচ এরিয়া)। পৃষ্ঠাতে আটবোর্ডে সংযোজনের উদ্দ্যেশ্যে যে কোন Item / Object (আইটেম / অবজেক্ট) কে Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) তে অপেক্ষমান অবস্থায় রাখা যায়। প্রকৃত অর্থে Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) পৃষ্ঠার / আটবোর্ডের সাইজ অপেক্ষা বড় হয় যা Scroll Bar (স্ক্রোল বার) এর মাধ্যমে অবলোকন করা যায় । সবসময় মনে রাখতে হবে Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) তে যা থাকবে তা সম্পূর্নটাই নিরাপদ অর্থাৎ Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) তে যাহা থাকবে তা কখনও প্রিন্ট হবে না ।
0 comments:
Post a Comment