এডোবি ইলাস্ট্রেটর এ মেনুবার কোনটি?
Menu Bar (মেনু বার) : আমরা জানি Menu শব্দের বাংলা অর্থ তালিকা। এডৌবি ইলাষ্ট্রাটর প্রোগ্রাম ওপেন করে লক্ষ্য করুন Window তে File, Edit, .......... Help নামক নয়টি শব্দ বিদ্যমান। এগুলোর যে কোনটিতে Click করলে একটি তালিকা দেখা যায়। সুতরাং আমরা বলিতে পারি এগুলো প্রত্যেকটিই এক একটি Menu (মেনু)। আর Menu (মেনু) গুলোর সমষ্টিতে যে লাইন বা বার দেখা যায় তাকে Menu Bar (মেনু বার) বলা হয়।
0 comments:
Post a Comment