এডোবি ইলাস্ট্রেটর এর কাজ কি
আমরা আগেই জেনেছি যে, ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় । ইহা ডেস্কটপ পাবলিশিং গ্রুপের একটি অতি সহায়ক প্যাকেজ প্রোগ্রাম। যে প্যাকেজ প্রোগ্রাম এর মধ্যে লেখা এবং ছবি কে সমন্বয় সাধন করা যায় তাকে ডেস্কটপ পাবলিশিং প্যাকেজ প্রোগ্রাম বলা হয় । সহজ করে বলা যায় DTP হলো Design for Text and Picture, এই প্রেক্ষিতে অ্যাডৌবি ইলাস্ট্রেটর নিঃসন্দেহে একটি ডেস্কটপ পাবলিশিং প্যাকেজ প্রোগ্রাম। অ্যাডৌবি ইলাস্ট্রেটর এর সাহায্যে খুব সুন্দরভাবে মনের ইচ্ছেমত লেখা ছবিকে সমন্বয় সাধন করা যায়।
এছাড়াও অ্যাডৌবি ইলাস্ট্রেটর এর সাহায্যে বাস্তবক্ষেত্রে ব্যবহৃত কাজ তৈরি করা যায়। যেমনঃ
(১) যে কোন ডিজাইন উপস্থাপনায় লেখা এর কাজ করা যায় ।
(২) পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভার) মনের ইচ্ছেমত বানানো যায়।
(৩) লেখা এবং ছবিকে সমন্বয় সাধন করে মনের ইচ্ছেমত সাজানো যায়।
(৪) বিজ্ঞাপন, পোষ্টার, লিফলেট ইত্যাদি সুন্দর করে বানানো যায় ।
(৫) ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড ইত্যাদি খুব সুন্দর করে তৈরী করা যায় ।
(৬) মাল্টিমিডিয়া, ওয়েবপেজ, অনলাইন গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে ইলাস্ট্রেটর এর ব্যবহার অতি সুফলদায়ক।
(৭) সর্বোপরি প্রকাশনা শিল্পের সকল কাজ অ্যাডৌবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে করলে খুব সহজে করা যায়।
0 comments:
Post a Comment