আইপিএস কি
IPS-এর পূর্ণ অর্থ হলো Instant Power Supply. এটি মূলত পাওয়ার স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। IPS বিদ্যুৎ সরবরাহের মেইন লাইন হতে পাওয়ার রিজার্ভ করে সঞ্চিত রাখে এবং বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে ব্যাকআপ প্রদান করে। এটি অনেকটা ইউপিএসের মতো। তবে UPS বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে, সেখানে IPS ০.১ সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। UPS এর তুলনায় IPS বেশি সময় ব্যাকআপ দিয়ে থাকে। যেসব ক্ষেত্রে বেশি সময় বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয় সেখানেই IPS বেশি ব্যবহৃত হয়। যেমন লোডশেডিংয়ের ফলে বাসাবাড়িতে লাইট, টিভি, ফ্যান, রেফ্রিজারেটর, কম্পিউটার ইত্যাদি চালনার জন্য পাওয়ার স্টোরেজ ডিভাইস হিসেবে IPS ব্যবহৃত হয়।
0 comments:
Post a Comment