কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়
ভাইরাসের প্রতিকারের চেয়ে কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত করা অধিকতর ভালো হয়। কম্পিউটারকে ভাইরাসমুক্ত করার উপায়সমূহ নিমণরূপ-
১। কম্পিউটারের প্রতিটি ফাইল, ফোল্ডার নিয়মিত অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করা।
২। অন্য কম্পিউটারের কোনো ফাইল নিজের কম্পিউটারে ব্যবহারের পূর্বে ফাইলটিকে অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করা।
৩। ব্যবহারের পূর্বে প্রতিটি ডিস্ক, অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করা।
৪। পাইরেটেড বা কপি করা, সফটওয়্যার ব্যবহার না করা।
৫। Internet -এর ফাইল গ্রহণে সতর্কতা অবলম্বন করা।
৬। ইন্টারনেট হতে যেকোনো ধরনের তথ্য বা সফটওয়্যার ডাউনলোড করার সময় সতর্ক থাকা।
৭। ই-মেইল আদান-প্রদানে সতর্কতা অবলস্বন করা।
৮। বাইরের ফ্লপি ডিস্ক বা পেনড্রাইভ ব্যবহারের পূর্বে অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করা।
৯। গেমস ফাইল ব্যবহারের আগে অবশ্যই ভাইরাস চেক করা।
১০। কম্পিউটারের সেট আপে অটোভাইরাস গার্ড রাখা যাতে কম্পিউটার বুট করলেই কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস চেক করতে পারে।
১১। সব সময় Up-Dated অ্যান্ট্রিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা ইত্যাদি।
0 comments:
Post a Comment