ইন্টারনেট ব্রাউজার
Web Browser
ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে। অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে। এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো-
o ইন্টারনেট এক্সপেস্নারার (Internet Explorer)
o মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox)
o সাফারি (Safari)
o অপেরা (Opera)
o গুগল ক্রম (Google Chrome)
o নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।
অবশ্য ইন্টারনেটে ওয়েবসাইট প্রদর্শন করাকেই ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজিংয়ের জন্য যেকোনো ব্রাউজার চালু করে অ্যাড্রেস বারে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে Go বাটন বা কি-বোর্ডের এন্টার কি চাপলেই কিছুক্ষণের মধ্যে উক্ত ওয়েবসাইটটি প্রদর্শিত হবে। এভাবে সাধারণত ওয়েব ব্রাউজিং করা হয়ে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন