কম্পিউটার ট্রাবলশুটিং : ২
প্রশ্ন: মনিটরের ডিসপ্লে ভিন্ন রংয়ের হয় কেন? বা মনিটরের ডিসপ্লে লাল বা অন্যরকম কালার হয় কেন?
সমাধান: বিশেষ করে মনিটর এবং ভিজিএ পোর্ট বা মনিটর এর ভিজিএ কেবল যদি পোর্টে ঠিকমতো কানেকশন না পায় তাহলে এমনটি হয়। এটা বুঝার উপায় হলো মনিটরের ভিজিএ কেবল যদি নাড়াচাড়া দেয়া হয় তাহলে মনিটরের ডিসপ্লে কালার পরিবর্তন হয়। এক্ষেত্রে মনিটর থেকে সিপিইউতে যে ভিজিএ ক্যাবলটি লাগানো আছে সেটি খুলে পুণরায় খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এর ফলে সমস্যা সমাধান না হলে ভিজিএ ক্যাবলটি পরিবর্তন করে দেখতে হবে। তাতেও কোন ভালো ফলাফল না হলে বুঝতে হবে মনিটরের ভিতরে কোনো সমস্যা আছে। আর সেক্ষেত্রে টেনিনিশিয়ানদের শরনাপন্ন হতে হবে।
0 comments:
Post a Comment