কম্পিউটার ট্রাবলশুটিং : ১
প্রশ্ন: কম্পিউটারের Power দেওয়ার পর Keyboard এর LED (Caps Lock ও Num Lock) আসে না (আলো জ্বলে না) এবং মনিটরে ডিসপ্লে আসে না। কিন্তু সিপিইউ (CPU ) পাওয়ার পায় এবং কুলিং ফ্যান চলে।
উত্তর: প্রধান সমস্যা হলো RAM কানেকশন বা RAM প্রবলেম। অর্থাৎ সিপিউউ এর যে স্লটে র্যাম লাগানো আসে সে স্লটটি থেকে র্যাম খুলে ভালোভাবে মুছে আবার লাগিয়ে দিতে হবে। যদি নাম লক ও ক্যাপস লক লাইট না জ্বলে তাহলে র্যাম নস্ট হয়ে গেছে। আর যদি র্যাম ভালোভাবে লাগানোর পর LED অর্থাৎ কিবোর্ডের নাম লক ও ক্যাপস লক এর লাইট জ্বলে তাহলে র্যাম ভালো আছে। LED লাইট আসে কিন্তু ডিসপ্লে আসে না তাহলে মনিটরে সমস্যা হতে পারে। এছাড়া পাওয়ার সাপ্লাই ও মাদারবোর্ডের সমস্যার জন্যও ডিসপ্লে সমস্যা হতে পারে।
0 comments:
Post a Comment